বিএনপির শাসনামলে দেশে দুর্ভিক্ষꩵ দেখা দিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, “বিএনপির আমলে সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে ১৮ জন মানুষকে জীবন দিতে হয়েছে। ১৮ জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছে। বর্তমান দেশে সেই অবস্থা নে📖ই।”
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়ামে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে ধানের ও তেল ফসলের উচ্চ ফলনশীল জাতের সম্প্রসা💛রণ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংব♉াদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, “২৮ অক্টোবর আন্দোলনের নামে বিএনপি যদি সন্ত্রাসের পথဣে যায় ও আক্রমণাত্মক হয়, তাহলে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। বিএনপি হুমকি দিচ্ছে ২৮ অক্টোবর দেশকে অচল করে দেবে, ঢাকাকে সারা দেশ 🌸থেকে বিচ্ছিন্ন করে দেবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। বিএনপি যতই হুমকি দিক, আমি মনে করি, ২৮ তারিখ তারা কিছুই করতে পারবে না।”
কৃষিমন্ত্রী বলেন, “আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সক্ষমতা অর্জন করেছে। তারাই বিএনপিকে কঠোরভাবে মোকাবিলা করবে। আর বিএনপি যদি আন্দোলনের নামে সন্ꩵত্রাসের পথে যায়, আক্রমণাত্মক হয়, গাড়িতে আগুন দেয়, বিদ্যুতের লাইন কাটে, রেললাইন তোলে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে।”
নির্বাচনের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, “নির্বাচন যথাসময়ে হবে এবং তা সুষ্ঠু, সুন্দর ও সবার নিকট গ্রহণযোগ্য হবে। আমি আশা করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে ও তারা নির্বাচনে আসব🌼ে।”
কৃষিমন্ত্রী বলেন, “রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বিএনপি দেশকে বিদেশের ওপর নির্ভরশীল করতে চায়। কারণ বিএনপির প্রভু হলো পাকিস্তান। এখনো পাকিস্তানের মায়া তাদের কাটেনি। তারা এখনো পাকিস্তানের ধারায়, পাকিস্তানের পথে ফিরে যেতে চায়। সে ♓জন্য তাদের লক্ষ্য নির্বাচন বানচাল করা।”
আব্দুর রাজ্জাক আরও বলেন, “বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্ꦅযতেও যাবে। এটি মানবতার দেশ। এই দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। ধর্ম নিরপেক্ষতাই আমাদের আদর্শ।”