• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গর্তের ভেতর দুই শিশু ও নারীর মরদেহ, টানাটানি করছিল শেয়াল


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৭:৫৯ পিএম
গর্তের ভেতর দুই শিশু ও নারীর মরদেহ, টানাটানি করছিল শেয়াল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গর🌠্ত থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকার বাসিন্দারা একটি পতিত জমিতে মরদেহের খন্ডাংশ নিয়ে শেয়ালকে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্🤡থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জান🔯ান, বেলা ১টার দিকে কয়েকটি শেয়াল মানব শিশুর পায়ের অংশবিশেষ নিয়ে ছোটাছুটি করছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং দুর্গন্ধের সূত্র ধরে এ𒀰গিয়ে একটি গর্তে মরদেহগুলো দেখতে পান। পরে দুপুর ৩টার দিকে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, “মরদেহগুলো পচে দুর্গন্ধ বের হয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ 💦খানেকেরও বেশি সময় আগে তাদের কেউ হত্যা করে পুঁতে রেখেছে। এখনো পর্যন্ত মরদেহগুলো আমাদের এলাকার বলে মনে হচ্ছে না। অন্য কোনো এলাকা থেকে এনে এখানে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।”

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “বিকেলে ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচরে তিনটি মরদেহ পাওয়া গেছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস𝕴্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত মরদেহ উদ্ধার করে।”

জেলার অতিরিক্ত পুলিশ স🌸ুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলোর আঙুল না থাকা ও ক্ষতবিক্ষত হওয়ার কারণে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Link copied!