• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে টেকনাফে বন্যহাতি, এরপর যা হলো


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৮:৪৪ এএম
নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে টেকনাফে বন্যহাতি, এরপর যা হলো

নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনা🍰ফে💙 চলে এসেছে একটি  হাতি। হঠাৎ বন্য হাতি আসতে দেখে স্থানীয় উৎসুক লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে দৃশ্যটি অবলোকন করেন।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হাতিটি টেকনাফের জাদিমোไরা মাছঘাট এলাকার প্যারাবনে এসে আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাতিটির বয়স ৩৫ থেকে ৪০ বছর। বন বিভাগের ধারণা, পথ হারিয়েꦉ বা খাদ্যের সন্ধানে হাতিটি নাফ নদী সাঁতরে চলে এসেছিল। আধা ঘণ্টার মতো অবস্থান করে আবার মিয়ানমারের দিকে চলে গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “শুক্রবার সকালের দিকে নাফ নদী সাঁতরে একটি হাতি প্যারাবনের কাছাকাছি চলে আসতে দেখেন স্থানীয় লোকজন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। খবর পেয়ে বন বিভাগের হাতি উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে যান। আধা ঘণ্টা চেষ্টার পর হাতিটি আবার নাফ নদীর প্যারাবন থেকে একই পথে সাঁতরে লালদিয়াꦍর দিকে চলে যায়।”

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, “সকালে হꦛঠাৎ ক♍রে কিছু লোকজন নাফ নদী দিয়ে একটি বিশাল আকারের হাতি সাঁতরে টেকনাফের দিকে আসতে দেখতে পান। হাতিটি একটি প্যারাবনে কিছুক্ষণ অপেক্ষা করে। প্যারাবনে হাতির অবস্থানের কথা শুনে অনেকে সেখানে ভিড় করেন। পরে বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় একই পথ দিয়ে হাতি মিয়ানমারে ফেরত পাঠায়। এর আগেও বিভিন্ন সময় মিয়ানমার থেকে সাঁতরে হাতি টেকনাফে এসেছিল।” 

Link copied!