ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দিরে নির্মিতব্য কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী♍ ইউনিয়নের তাম্বুলখানা বাজার সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও একজন অতিরিক্ত পুলিশ সুপ🌜ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাম্বুলখানা বাজার সর্বজনীন মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল কুমার সরকার জানান, সোমবার রাতে মন্দির থেকে চলে যাওয়ার পরে সক💦ালে বিভিন্ন প্রতিমা ভাঙচুর করার বিষয়টি নজরে আসার পর প্রশাসন ও পুলিশকে জানানো 🐼হয়।
জানা গেছে, সর্বজনীন এ মন্দিরে রাতে খোলামেলা পরিবেশেই প্রতিমাগুলো রাখা ছিল। এ ছা🐼ড়া সেখানে নিরাপত্তার বাড়তি কোনো ব্যবস্থাও ছিল না।
স্থানীয়র🐓া জানান, এর আগে ২০২১ সালেও রাতের আঁ꧅ধারে একই মন্দিরের কালীর একটি প্রতিমা ভাঙচুর করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, ঘট🍌নাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চলছে।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর জানা মাত্রইꩵ ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস🎃ি) এম এ জলিল জানান, এ ব্যাপারে মামলার প্🐈রস্তুতি চলছে। মন্দির কমিটির নেতারা থানায় উপস্থিত হয়েছেন মামলা করতে।