পাবনায় নিষিদ্ধ কীটনাশক উৎপাদন ও প্রতারণার অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানার মাল𓂃িককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহক𒈔ারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা বিসিক শিল্প নগ𓆏রিতে লিমন এগ্রো নামের কারখানায় এ অভিযান চালানো হয়।
এ সময় নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক উৎপাদন ও উৎপাদিত পণ্যের প্যাকেটে ভুল ঠিকানা ব্যবহার করায় কারখানাটিকে সিলগালা করে মালিককে ৫০ হাজার টাকা জ♓রিমানা করা হয়।
মাহমুদ হাসান রনি বলেন, “কার♏খানাটিতে অনেকদিন ধরে নিষিদ্ধ কীটনাশক উৎপাদন করে মা🤪নুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও মালিককে জরিমানা করা হয়েছে।”