সিলেটে ভারত থেকে চোরাই পথে আসা চিনিভর্তি সাতটি ট্ꦚরাক জব্দ করেছে পুলিশ।
🐲বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে নগরীর শাহপরান থানা এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ সময় সাতজনকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি তাহিয়াত আহমেদ চৌধুꦛরী বিষয়টি নিশ্চিত করেছেܫন।
তাহিয়াত আহমেদ চৌধুরী বলেন, সকালে চিনিবোঝাই ট্রাকগুলো হরিপুর থেকে সারিবদ্ধভাবে সিলেট শহরের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ট্রাকগুলো শাহপরান থানার সুরমা গেট এলাকায় পৌ♎ꦆঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের সদস্যরা ট্রাকগুলোকে ধাওয়া করে চিনিবোঝাই ছয়টি ট্রাক জব্দ করে। অন্য আরেকটি ট্রাক পালিয়ে যাওয়ার সময় শাহপরান থানার পুলিশ ধাওয়া করে ওই ট্রাকটিকেও জব্দ করে। এ সময় সাতজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, সাতটি ট্রাকে প্রায় ২ হাজার বস্তা চিনি জব্দ করা হয়েছে।⭕ জব্দ চিনির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দ মালামাল গণনা করা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।