ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হার্টের রি𝓰ংসহ প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রোববাꩲর (১০ ডিসেম্বর) উপজেলার বাউতলা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্য♎ে চিকিৎসায় ব্যবহৃত ‘প্রোটিয়া’ ব্র্যান্ডের ১৭৫ পিস হার্টের রিং, ৩১৩টি ভারতীয় থ্রি-পিস, ৮৩৮ পিস চশমা,꧒ ৭৪ পিস চশমার কভার, এক হাজার ৫০ পিস সিলাভিট মাল্টিভি নামে একজাতীয় মাদক ও ৩৬ পিস ভিটামিন সিরাপ রয়েছে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদ❀েশের (বিজিবি) সমন্বয়ে টাস্কফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মালামালগুলো জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।