সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় মদের চালানসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দཧা পুলিশ। আটক ব্যবসায়ীর নাম মো. রহমত আল꧙ী।
সোমবার (৫ সেপ্টেম্বܫর) সকালে উপজেলার সালোকাবাদ💧 ইউনিয়নের বাগবের গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রহমত আলী উপজেলার সালোকাবাদ ইউনিཧয়নের বাগবের🐬 গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার সালোকাবাদ ইউনিয়ন পরিষদের বাঘবের গ্রামে রহমত আলীর বাড়ি থেকে ৫৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়। এ♈ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দ🉐া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, এএসআ𝐆ই মোজাম্মেল বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানা মামলা করেছেন।