নেত্রকোনায় জঙ্গি আস𝔍্তানা সন্দেহে একটি বাড়ি ও মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিক অভিযানে একটি পিস্তল ও ১৭ রাউꦓন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
শনিবার (৮ জুন) সকাল থ🎀েকে জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ওই মাছের খামারটি ঘিরে রাখা হয়েছে।
তথ্যটি নি🐼শ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সꦰুপার ফয়েজ আহমেদ।
ফয়েজ আহমেদ জানান, ওই এলাকার প্রﷺফেসর আব্দুল মান্নানের ফিসারিতে জঙ্গি আস্তানা রয়েছে, গোপন এমন সংবাদ পেয়ে শুক্রবার (৭ জুন) রাতে জায়গায়টি পুলিশ নজরদারিতে রাখে। পরে শনিবার𓄧 সকাল থেকে জায়গায়টি ঘিরে ফেলা হয়।”
ফয়েজ আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে। ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে বলে সℱন্দেহ করা হচ্ছে।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলেꦇ এসে পৌঁছেছে। তারা বাড়িটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে।