• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, মা-ভাইকে কুপিয়ে জখম


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৭:৫৩ পিএম
পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, মা-ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীতে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৯ নভেম্বর) রাত ২টার দিক𝔍ে জেলার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের𝐆 বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ম🀅ুখোশ পরা এক দল ডাকাত ওই পুলিশ কর্মকর্তার মা ও ভাইকে কুপিয়ে এবং পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। তাদের মধ্যে মা ও ভাইকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বরিশালের গৌরন🐼দী-আগৌলঝাড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সꦿুপার সুলতানা রাখির মা রিনা বেগম, বাবা আবদুস সালাম তালুকদার ও ভাই ইসতিয়াক বিন ইসলাম জাবের।

গৃহস্থ সালাম তালুকদার বলেন,꧙ “রাত সোয়া দুইটার দিকে কোলাহলের শব্দে ঘুম ভাঙে। এ সময় অন্য রুমে ছেলেকে মারধর করা হচ্ছি🐷ল। স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে আলমিরার চাবি দেওয়া হলে নগদ ৯৮ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।”

তিনি আরও জানান, ডাকাতদল মাইক্রোবাস হাইওয়েতে রেখে আসে এবং ডাকাতি শেষে ওই গাড়িতেꦯ করে চলে যায়। ৯ ডাকাত বাড়ির প্রধান দরজা ভেঙে প্রবেশ করে। বাহিরে ছিল আরও ৪/৫ জন। এ সময় বাড়িতে ছোট মেয়ে আশ্রাফি সুলতানা মুন ও মেয়ে জামাই আবদুল্লাহ আল মা𓆉মুন ছিলে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

পরে রোববার দুপুরে ঘটনাস্💫থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, এ ব্যাপারে জোর তদন্ত ও তৎপরতা চলছে। জেলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছেౠ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!