গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশ෴াক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সড়কে🏅 অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, টিএনজেড গ্রুপে তিন হাজারের♔ বেশি শ্রমিক কাজ করেন। স😼েপ্টেম্বর মাসের বেতন তারা এখনো পাননি।
চান্দনা চৌরাস্তার কাছে দায়িত্বরত গাজীপু🅺র ট্রাফিক পুলিশের পরিদর্শক আল মামুন বলেন, ১১টার পর থেকে মহ🧸াসড়কে ঢাকামুখী যান চলাচল বন্ধ রয়েছে। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে শ্রমিকদ༒ের সঙ্গে ℱশিল্প পুলিশের আলোচনা চলছে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য টিএন𒀰জেড অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক শাহদাত হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।