ফ꧑রিদপুরে চলতি💞 বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় জেলাটিতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যেটা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
জেলায় তীব্র শীতের সঙ্গে বইছে উত্তরের হিম হাওয়া। এত𝔉ে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের সঙ্গ𝓡ে বৃদ্ধ ও শিশুরাও পড়েছে বিড়ম্বনায়। শীতের কারণে গ্রামের কৃষক থেকে শুরু করে খেটে-খাওয়া সব নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। পেঁয়াজের হালিতে পাতা পঁচা রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন অনেক চাষি।
জেলার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহানারা খাতুন বলেন, “ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেক🍃র্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটাই এ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। সামনে ত♔াপমাত্রা আরও কমতে পারে।”