• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাসিক নির্বাচন: সংরক্ষিত আসনে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাগরিকা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৪:৫৬ পিএম
রাসিক নির্বাচন: সংরক্ষিত আসনে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাগরিকা

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ❀্গের সুলতানা আহমেদ সাগরিকা।

শুক্রবার (২ জুন) সকাল ১০টা থেকে রাসিক নির্বাচনে প𝓰্রার্থীদে෴র মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রাজশাহী সিটি কপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনে একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী সুলতানা আহমেদ সাগরিকা আনারস প্রতীক নিয়ে প্💦রতিদ্বন্দ্বিতা করছে𒐪ন। ওই আসনের তিনজন প্রার্থীই আনারস প্রতীক  চেয়েছিলেন।

সুলতানা আহমেদ স🧔াগরিকা বলেন, “আমার পছন্দের প্রতীক আনারস পেয়ে আমি খুবই খুশি। আমি এখন থেকে নির্বাচনী মাঠে পুরোদমে প্রচার-প্রচারণা চালিয়ে যাবো। সমাজের সব বাধা পেরিয়ে জনগণের সেবা করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে, তাꦉ দেখিয়ে দিতে চাই। আমরাও জনগণের সেবা করতে জানি। এই সুযোগটা করে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।”

সাগরিকা আরও বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পর আর স্কুলে টিকতে পারিনি। শুধু তাই নয়, সমাজের ও পারিপার্শ্বিক মানুষে꧅র লাগাতার অত্যাচার ও চাপে এক সময় মা-বাবাকে ছেড়ে সংগ্রামী জীবন বেছে নিতে হয়।”

সিটি নির্বাচনে ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সাগরিকা বলেন, “ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীরা নানান কথা ছড়াচ্ছেন। তারা বলছেন, হিজড়া জনপ্রতিনিধি হলে অত্যাচার বেড়ে যাবে। হিজড়াদের সম্পর্কে আগে যে ধারণা ছিল, তা সামনে আনার চেষ্টা করছেন তারা। তবে জনগণ আমাদের ভালোবাসতে শিখে গেছে। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা 🔴ভালো কাজ করছেন। সব বাধা অতিক্রম করে আমিও মানুষের জন্য ভালো কা🥀জ করতে চাই।”

ওই সংরক্ষি⛎ত আসনে সাগরিগার ছাড়াꦕও আরও দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Link copied!