• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বুড়িমারীতে রেললাইনে ফাটল


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ০৯:১৮ পিএম
বুড়িমারীতে রেললাইনে ফাটল
পাটগ্রাম-বুড়িমারী রেলপথের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল। ছবি : প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলারꦅ বুড়িমারী এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (৮ মার্চ) বেলা ২টার দিকে বুড়িমারী উফারমারা গ্রামের এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ফাটল দেখতে পান।

জানা গেছে, দুপুরে পার্ব𒊎তীপুরগামী ৬৬ নম্বর ডাউন ট্রেনটি পাটগ্রাম রেলস্টেশন অতিক্রম করার পর পাটগ্রাম-বুড়িমারী রেলপথের খারিজা উপেন চৌকি সর🔴কারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রেললাইনে ফাটল দেখতে পান এক ব্যক্তি। তিনি তাৎক্ষণিক বিষয়টি রেলওয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান।

জানা গেছে, ১৮৭৯ সা🅠লে পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী লাইনের তিস্ত𒁏া জংশন দিয়ে রেল যোগাযোগ চালু হয়। সর্বশেষ ২০১২ সালে মিটারগেজ আওতাধীন বুড়িমারী টু লালমনিরহাট পর্যন্ত আবারও নির্মাণ করা হয়।

বর্তমানে নিয়মিত বুড়িমারী-লালমনিরহাট-পার্বಌতীপুর ও সান্তাহারগামী, বুড়িমারী কমিউটার-১, বুড়িমারী কমিউটার-২, লোকাল এবং করতোয়া এক্সপౠ্রেস চলাচল করে।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 

Link copied!