আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নও💯গাঁয় লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচু পাকতে শুরু করায় ෴প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লিচু কিনতে আসছেন ব্যবসায়ীরা। আকারে বড় আর সুস্বাদু হওয়ায় এ লিচুর চাহিদা দেশজুড়ে।
চলতি বছর প্রতি হাজার দেশি লিচু ২ হাজার টাকা এবং বোম্বাই ২ হাজার ৫🌳০০ টাকা ও চায়না থ্রী ৮ হাজার থেকে ৯ হাজার টাকা দরে বাগান থেকে কিনছেন ব্যবসায়ীরা।
চাষিরা🌺 জানান, লিচুতে রং ধরায় গাছ থেকে লিচু নামানো শুরু হয়েছে। কিছু লিচু স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। তবে বেশির ভাগ লিচু বিক্রির জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। এছাড়া এবার লিচু বিক্রি করে ভালো দাম পাওয়া যাচ্ছে বলেও জানান তারা।
এদিকে অন্য জাতের লিচু বাজারে আসার আগেই বোম্বাই জাতের লিচু বিক্রি শুরু হওয়ায় বাগান মালিকরা ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.আবুল কালাম আজাদ। তিনি বলেন, “চলতি বছর জেলায় লিচুর ফলন ভালো হয়েছে। এবার জেলায় প্রায় ২ কোটি টাকার লিচু বিক্রি হবে। এতে ♊কৃষকরা আর্থিকভাবে লাভের মুখ দেখবেন।”
উল্লেখ্য, চলতি মৌসুমꩵে জেলায় ২১৯ হেক্টর জমিতে ১৬৮০ মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে আশা কৃষি ব♛িভাগের।