নওগাঁর আত্রাই উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির 🥂দায়ে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আ🐎দালত।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কচুয়া নামক স্থানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় কারখানায় কাজ করার♌ সময় দুইজনের কাছ থে🌄কে মুচলেকা নেওয়া হয়।
অ💯ভিযান পরিচালনার সময় নওগাঁ জেলার পরিবেশ ﷽অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিলন মিয়া, আত্রাই থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।