দিনাজপুরꦍে পাইয়োনিয়ার নামে একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপককে (ম্যানেজার) ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ মে) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার চলাকালীন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলার অভিযোগে এই দণ্ড প্রদান কর⛄েন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।
বিষয়টি নিশ্চিত করে রমিজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইয়োনিয়ার কোচꦆিং চালুর রাখার সত্যতা পাওয়া যায়। এসময় সেখানে অভিযান পরিচালনা করে কোচিং সেন্টারের ম্যানজার মোকাররম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারটির সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।