• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হিটস্ট্রোকে রাস্তাতেই পেপার বিক্রেতার মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ০৫:০১ পিএম
হিটস্ট্রোকে রাস্তাতেই পেপার বিক্রেতার মৃত্যু
নিহত রাসেদুল ইসলাম। ছবি : প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হিটস্ট্রোকে রাসেদুল ইসলাম নামে এক পেপার বি✱ক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপ꧂ুর ২টায় উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজারসংলগ্ন এলাকার রাস্তায় তার মৃত্যু হয়।

রাসেদুল পার্শ্ꦏববর্তী হাতিবান্ধা ❀উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোদ্দ বিছনদ‌ঈ এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ মদাতী ইউনিয়নের ওই চামটারহাট বাজারের🌼 এক হোটেলে বসে ভাত খেয়ে রোদে বের হন রাসেদুল। পরে  রাস্তায় প্রচণ্ড গরমে হাঁপাতে থাকেন। একপর্যায়ে তিনি বুক চেপে ধরে পাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

স্থানীয়দের ধারণা, তিনি হিটস✤্ট্রোকেই মারা গেছেন। 

রাশেদুল দীর্ঘদিন থেকে সংবাদপত্র বিক্রি ক🗹রতেন। তবে পত্রিকা বিক্রির টাকায় সংসার চালাতে কষ্ট হওয়ায় সম্প্রতি তিনি অটোরিকশা চালানো শুরু করেন।

মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা ন꧑িশ্চিত করেছেন।

কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির 🌠জানান, মৃত্যুর ঘটনা শোনার🤪 পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Link copied!