দিনাজপুরের নবাবগঞ্জে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরকিশার সঙ্ಌগে সংঘর্ষে মাসুদ রানা (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) দ🔥ুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৩ নম্বর গোপালগঞ্জ ইউনিয়নের গড়ীবপাড়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ৩ জন আহত হয়।
মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানী গ্ꦍরামের জাহিদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন মাসুদ রানার বোন জিন্নাত রহমানꦉ বিথী (১৩), একই এলাকার আজিজার রহমানের মেয়ে মনিরা আক্তার (১৫) এবং সাইফুল ইসলামের ছেলে সাহেদ (২০)।
পুলিশ জানায়, ঈদ উপলক্ষে মাসুদসহ কয়েকজন মোটারসাইকেল নিয়ে নব🅘াবগঞ্জের আশুরার বিলের কাঠের সেতু দেখতে যাচ্ছিল। পথে গড়ীবপাড়া জামে মসজিদের সামনে এলে ব্যাটারিচালিক অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুদসহ বাইকে থাকা তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতিভূষণ ব্রতী জানান, মরܫদেহ বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিরামপ🐼ুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ﷺমহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।