দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে উঠে ভোট না দেয়’ সেজন্য গোরস্থানে গিয়ে প্রতীকী শপথবাক্য পাঠ করিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতাক🎃র্মীরা।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে শহরের টুটপাড়া কবরস্থান জিয়ারতের সময় মৃতꦺ ব্যক্তিদের উদ্দেশে প্রতীকী শপথবাক্য পাঠ করানো হয়।
পরে👍 টুটপাড়ার দিলখোলা সড়কে এক দফা দাবিতে লিফলেট বিতরণ করেন ♑নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় বিএনপি নেতারা বলেন, “এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে বিভিন্ন সময় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। এ জন্য মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে উঠ🌱ে এসে ভোট না দেন, – সেজন্য তাদের উদ্দেশ্যে প্রতীকী শপথবাক্য পাঠ করা হয়েছে।”
তারা আরও বলেন, “কবরে শায়িত মৃত ব্যক্তিদের ক🦩কটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পায় ‘গায়েবি’ মামলার তদন্ত কর্মকর্তা। ইহজগৎ ত্যাগ করা ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্য এবং পরিবারের সঙ্গে তামাশা করা হয়, এদের প্রতিহত করতে হবে।”
শপথ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি নেতা স💦 ম আব্দুর রহমান, শের আলম, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ, মো. জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।