“নৈঃশ্যব্দ ভেঙে জেগে ওঠো দ্রোহে”&mdas🔥h; এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গফরগাঁও শাখা সংগঠনের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
এ উপলক্ষে শুক্রবা🦩র (২৯ অক্টোবর) বিকালে গফরগাঁওꦜ সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উদীচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সভাপতি আজিম উদ্দিন মাস্টার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকির এ মতিন, চিত্রশিল্পী লুৎফর রহমান আরজু, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুস সালেহীন, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু , গফরগাঁও সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রꦚেজাউল কবীর প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতর⛦ণ করা 🎐হয়।