দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় আব্দুর রহিম মাহমুদ (১১) নামের চতুর্থ শ্𓆉রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে 🎉সুন্দরীপাড়া রেলগেট🐓 এলাকায় এ ঘটনা ঘটে।
নিহཧত আব্দুর রহিম সুন্দরীপাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা গেছে, আব্দুর রহিম মাহমুদ সকালে বাড়ির পাশের রেল লাইনে খরগোশের জন্য ঘাঁস কাটতে যায়। সকাল সাড়ে ৭টায় পার্বতীপুর রেলস্টেশন থেকে রংপুর অভিমুখে ছেড়ে যাওয়া আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সুন্দরীপাড়া রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় রেল লাইন থেকে ছিকে পড় সে। স্থানীয়রা ত🍸াকে উদ্ধারের পর পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রংপুরে নে𒁏ওয়ার পথে আব্দুর রহিম মারা যায়।
পার্বতীপুর রেল থানার উপপরিদর্শক (এসআই) জামান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।