নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিদম হাসান (১৩) নামের এক স্কুলছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে।ꦇ এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ওই স্কুলছাত্রের পরিবার।
রিদম উপজেলার মোগরাপাড়া সরকারি এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়ত𒊎✨নের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
রিদমের মা রুমকি বেগম জানান, রিদম ২৭ নভেম্বর বিকেলে বাড়ির পাশে ব্যাডমি♓ন্টন খেলার জন্য বের হয়। যাওয়ার সময় সে পঞ্চাশ টাকা চেয়ে নিয়ে গেছে। এরপর থেকে নিখোঁজ সে। রিদমের সন্ধানে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। আত্মীয় স্বজনের বা༺ড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে ২ ডিসেম্বর সোনারগ🎉াঁ থানায় এ ব্যাপারে রুমকি বে🐼গম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ♎মাহবুব আলম জানান, স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি হয়েছে। পুলিশ এ ব্যাপারে মাঠে কাজ করছে।