নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্ওরাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে 𓆏৬টার দিকে উপজেলার এশিয়ান হাই🔜ওয়ে সড়কের কাঞ্চন সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
ভুলতা হাইওয়ে 🦄পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সফিক এ 🍸তথ্য নিশ্চিত করেছেন।
এসআই সফিক জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেট কার ভুলতা যাওয়ার পথে 🦹কাঞ্চন সেতুর ওপরে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
এসআই সফিক আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। খবর পেꦦয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহജতের লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। আটক করেছে চালক শাকিল মিয়াকে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।