ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্🐻রাকের পেছনে এক পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার ভরাডোবা এলাকায় শিল্প পুলিশ-৫ এর কার্যালয়ের সামনে𝓡 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল🐬েন কাঁচামাল ব্যবসা💧য়ী আবদুস সাত্তার (৩০) ও মো. সাজ্জাদ (৩২)। তাদের বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, “উপজেলার ভরাডোবার শিল্প পুলিশ-৫ এর কার্যালয়ের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময়ে ময়মনসিংহগামী একটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে ধাক্ক꧅া দেয়। এতে পিকআপের সামনের আসনে থাকা আবদুস সাত্তার ও মো. সাজ্জাদ ঘটনাস্থলেই নিহত 🅠হন।”
দুর্ঘটনায় কবলে 💧পড়া পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গ♋ে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।