ময়মনসিংহের গফরগাঁওয়ে চলচ্চিত্রকার মসিহ্উদ্দিন শাকের ও চিত্রশিল্প✨ী রুহুল আমিন কাজলকে গুণীজন প্রণামী প্রদান করা হয়।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও প্রেস ক্লাবের শামছুল হক মিলনায়তনে অনুষ্ঠানে সভাপত্বি করেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে আল🌠োচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ অধ্যাপক আফজালুর রহমান, শিশু সংগঠক ফকির এ মতিন, নাট্যজন সুলতান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে গফরগাঁও প্রেস ক্লাব, গফরগাঁও থিয়েটার, গ💝ফরগাঁও সাহিত্য সংসদ, সূর্যসারথী খেলাঘর ও তটিণী খেলাঘর আসর।
অনুষ্ঠানে গফরগাঁওয়ের কৃতি সন্তান দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার তুলে দেওয়া হয়। এসময় চলচ্চিত্রকার মসিহ্উদ্দিন শাকের তাঁর নির্মিত ‘সূর্য দীঘল বাড়ী’ নির্মাণের ওপর স্মৃতিচারণ করেন। অপর গুণীজন বিশ্বব্যাপী ট্রাফিক আর্ট করে সমাদৃত চিত্রশিল্পী রুহুল আমিন কাজল সম্প্রতি সময়ে তাঁর আলোচিত শিল্পকর্ম ‘চলার পথে কলার কথা’ প্রকল্পের বিষয় নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসিহ্উদ্দিন শাকেরের সহধর্মিণী, হেলথি এনার্জেটিক আ্যকটিভ লাইফ ‘হীল’-এর প্ꦜরতিষ্ঠাতা সদস্য জেবুন নেসা, স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী ও সুধিজন।