মানিকগঞ্জের সিঙ্গাইরে কালিমন্দিরে মূর্ত🦄ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামীম হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে শামিম মানসিকভাবে অসুস্থ বলে তাকে পুলিশ পাহারায় উপজেলা ♏স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই ) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল সিদ্ধা♕ বাড়ি কালিমন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটি স꧙ূত্রে জানা গেছে, আটক শামিম শনিবার ভোরে নিতাই সাহার বাড়ির সামনের মন্দিরে ঢুকে কালিমূর্তি, শীতলা মূর্তি, ডাকানিজহিনি মূর্তির হাত, পা ও মাথা ভেঙে ফেলে। মূর্তির গায়ে থাকা শাড়ি খুলে শামীম নিজের শরীরে বেঁধে এলাকায় ঘুরতে থাকে। সিংগাইর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে শামীমকে আটক করে।
মূর্তি ভাঙচুরের ঘটনায় পুলিশ সুপার মো🥃হাম্মদ গোলাম আজাদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ ঘটনাস্থল পরির্দশন করেন।
শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, “মন্দিরটি অরক্ষিত ছিল। যার বিরুদ্ধে ꧋মন্দিরের মূর্তি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সে মানসিকভাবে অসুস্থ। দীর্💮ঘদিন ধরে সে এলাকায় এসেছে। তার বাড়ি রংপুরে বলে সে পুলিশের কাছে স্বীকার করেছে।”
সিঙ্গাইর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, “আটক শামীম পুলিশের কাছে স্বীকার করেছে সে মূর্তি ভাঙচুর করেছে। সে পাগল কি না তা পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মন্দির কর্ত𒁏ৃপক্ষের এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি।”