• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কৃষকের বুদ্ধিতে রক্ষা পেলো ঈদ স্পেশাল ট্রেন


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ০৭:৪৬ পিএম
কৃষকের বুদ্ধিতে রক্ষা পেলো ঈদ স্পেশাল ট্রেন

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকের উপস্থিত বুদ্ধ𓆉িতে বড় ধরনের দুর্ঘটনা🍷 থেকে রক্ষা পেয়েছে মোহনগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেন।  

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গফরগাঁওয়♌ে মশাখালী রেল ব্রিজের লাইন🔜ের ফিসপ্লেট ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঠে গরু চড়াতে গিয়ে লাইনের ফিসপ্লেট ভাঙা দেখতে পান স্থানীয় কৃষক ছালেহ আহমেদ। এমন সময় দূরে ট্রেনের শব্দ পেয়ে তিনি এক ভ্যান চালকের কাছ থেকে লাল গামছা নিয়ে ꧂লম্বা ডালে বেঁধে নাড়তে থাকেন। চালক সংকেত পেয়ে ট্রেনটি থামান।

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। ফিসপ্লেট সংস্কারের পর যোগাযোগ পুন✅রায় চালু হয়।

বিষয়টি নিশ্চি🍒ত করে গফরগাঁও෴য়ের স্টেশন মাস্টার সেলিম আল হারুন জানান, শীলা নদীর ব্রিজের লাইনের ওপর ফিসপ্লেটের চলটা দেড় ফুটের মতো উঠে গিয়েছিল। এখনও কাজ চলছে, পাশাপাশি ধীরগতিতে ট্রেন পারাপার করে রেল যোগাযোগ সচল রাখা হয়েছে। 

Link copied!