মানিকগঞ্🀅জের সিংগাইরে রাতের আঁধারে ফেলে যাওয়া নবজাতকের শেষ ঠাঁই হলো নিঃসন্তান দম্পতি তাছলিমা-আসমান গণির ঘরে। নবজাতক শিশুটিকে পেয়ে ওই দম্পতি আনন্দে আত্মহারা । নবজাতকটিকে একনজর দেখতে প্রতিবেশী উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকা গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সিং🌺গাইর থানা😼 পুলিশ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আনুমানিক ভোর ৬টার দিকে কে বা কারা মো. আরিফ হোসেনের বন্ধ মুদি দোকানের সামনে সদ্য ভূমিষ্ঠ নবজাত ছেলে শিশুটিকে ফেলে রেখে চলে যায়। মুদি দোকানের পাশের ব🀅াসিন্দা ফরহাদ হোসেনের স্ত্রী রংমালা বেগম (৩০) শিশুটিকে দেখতে পেলে মুহূর্তেই এলাকায় এ খবর ছড়༺িয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতক শিশুকে উদ্ধার🧸 করে ওই গ্রামের নিঃসন্তান দম্পত্তি তাছলিমা আক্তার ও আসমান গণির হেফাজতে দেন। পরে উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও ইউএনও দীপন দেবনাথ নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করে ওই বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, “নিঃসন্তান তাছলিমা-আসমা🌸ন গণি দম্পত্তি নবজাত শিশুটিকে পেয়ে খুবই আনন্দিত। তাদের আর্থিক সহায়তাও করা হয়েছে। ভবিষ্যতে নবজাতকের খোঁজ-খবরও রাখ🌸া হবে।”