বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড 🎉দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমতলা গ্রামের শাহআলম মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যা🌺জিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকী এ দণ্ডাদেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা মহেশ্বরপুর গ্রামের আবুল বারিকের কিশোরী মোছা. তানিয়া আক্তারের সঙ্গে শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মো. হারুনের ছেলে মো. বাদলের সঙ্গে উপজেলার কদমতলা গ্র꧒ামের বাসিন্দা ও মেয়ের নানা শাহআলম মুন্সির বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। এসময় বর বাদল ও তার পিতা হারুন কৌশলে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকী জানানꦓ, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী আবুল বারিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।