আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, খাস জমিতে আইনগত মালিকানা প্রদান, আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দানের ব্যবস্থাসহ ১০ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত 🌌হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ আগস্ট) সকা♉ল সাড়ে ১০টায় স্থানীয় ইয়ংস্টার ক্লাব নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে পার্বতীপুরের আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি। পরে বেলা পৌনে ১টায় ১০ দফা বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন পার্বতীপুরের আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মুরমু। বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রা♈প্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক এফ্রাইম টুডু, চন্দ্রপুর বড়ঘাট কেন্দ্রীয় মহা শশ্মানের সভাপতি ডা. রাম চন্দ্র রায় ও সাদেক আলী শেখ।
বাংলাদেশের মূল ধারা থেকে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে অবিলম্বে তাদের ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য বক্তারা জোর দাবি জানান।