নাটোরের🐽 বড়াইগ্রা🎶মে হিরু প্রামাণিক (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ মার্চ) সকাল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে💃র উপজেলার সুতারপার এলাকায় দাড়ির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের গলায় গামছা ও রশি জড়ানো ছিল। হিরু উপজেলার ধানাইদহ পূর্বপাড়ার ꦑবিদ্যুৎ প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকꦜালে বিলের জমিতে কাজ করতে এসে স্থানীয় কৃষকরা তার মরদেহ দেখতে পেয়ে অন্যদের জানায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জা♉নান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হিরু একজন মাদকসেবী এবং বড়াইগ্রাম থানায় তার নামে দুইটি চুরির মামলা রেকর্ডভুক্ত রয়েছে।