না🎐টোরের বড🌱়াইগ্রাম উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ𓆏্রামে এ ঘটনা ঘটে।
আটক মো. খোরশ🌱েদ আলম চামটা গ্রামের মৃত মঈন উ💮দ্দিনের ছেলে।
জানা গেছে, দুপুর ১টার দিকে শিশুটিকে বাড়িতে একা পেয়ে পার্শ্ববর্তী পুকুর⛎ পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন খোরশেদ আলম। পরে শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে খুরশ🧸েদ আলম পালিয়ে যায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “বিষয়টি জানা মাত্র তাৎক্ষণিকভাবে অভিযান চালি𒊎য়ে তাকে আটক করা হয়েছে। এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”