• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গাছের সঙ্গে এ কেমন শত্রুতা


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৪:২১ পিএম
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

নাটোরের বড়াইগ্রামে প্রতিহিংসার জেড়ে প্রায় ৮ শতাংশ জমির শতাধিক লেবু ও কলাগাছ কেটে ফে༒লার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত চাষি।

সূত্রমতে, উপজেলার কামারদহ গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে জালাল উদ্দিন প্রতিবেশী বিচ্ছাদ আলীর কাছ থেকে প্রায় এক যুগ আগে ৫১ 🐟শতাংশ জমি কিনে চাষাবাদ করে আসছেন। কিছুদিন আগে তিনি সে জমিতে কলা ও লেবুর বাগান করেন। সম্প্রতি একই গ্রামের আহম্মদ আলী খন্দকারের ছেলে সিদ্দিকুর রহমান ক্রয়সূত্রে সে জমির ৮ শতাংশের মালিকানা দাবি করেন।

শু🌠ক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি হঠাৎ করে হাঁসুয়া দিয়ে সে জমিতে থাকা শতাধিক কলা ও লেবুর গাছ কেটে ফেলে দেন। এ সময় জালাল উদ্দিন তাতে বাধা দিতে এলে তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জালাল উদ্দিন জানান, প্রতি♋পক্ষ সিদ্দিক জমির মূল মালিক বিচ্ছাদ আলী মারা যাওয়ার পর আজ থেকে দুই বছর আগে তার ছেলের কাছ থেকে জমি ক্রয় করি। কিন্তু সে জমি আমি এক যুগ আগে কিনে ভোগদখল করে আসছি। এখন শত্রুতা করে আমা🌟র ফলবান গাছগুলো কেটে ফেলেছেন। আমি এর উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত সিদ্দিক🎀ুর রহমান বলেন, “আমি বিচ্ছাদ আলীর ছেলের কাছ থেকে আট শতক জমি কিনেছি। আমি আমার জমিতে থাকা গাছ কেটেছি।”

এবিষয়ে বড়াইগ্রাম থানার ওসিꦚ নজরুল ইসলাম মৃধা বলেন, &ldquoꦚ;অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!