নগরবাড়ি-বগুড়া মহাসড়কে𓆉র শাহজাদপুর উপজেলার হালুয়াঘাটি এলাকায় ট্যাংকলরির ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ট্রলি চালক আব্দুল হাকিমের বাড়ি পাবনা ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর গ্রামে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত চালকের সহযোগী ইয়াকুব আলীরও বাড়ি একই গ্রামে𒐪।
ঘটনা সত্যতা স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দুপুরে তেলবাহী একটি ট্যাংকলরি বাঘাবাড়ী থেকে আসা এ🐼কটি ট্রলির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রলি চ♒ালক আব্দুল হাকিম নিহত ও তার সহযোগী ইয়াকুব আলী আহত হয়েছেন।
পুলিশ ট্র্যাংকলরিকে জব্দ করলেও চওালকꦿ পলাতক রয়েছে বলে জানান ওসি।