• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বাক্ষর জাল করায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪০ এএম
স্বাক্ষর জাল করায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি𝔍 করে গাড়ি কেনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৯ নভেম্বর টাঙ্গাইলের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা দায়ের করেন জুথী খাতুন নামে এক নারী।

তবে মামলার বিষয়টি শনিবার জানাজানি হয়। মামলায় তারেকুল ইসলাম ঝলকসহ তিনজনকে আসামি করা হয়েছে।&nꦫbsp;

অপর দুজন হলেন মামলার বাদীর শ্বশুর ফꦺটিকুজ্জাওমান ও আতিকুর রহমান সিদ্দিকী।

মামলা সূত্রে জানা যায়, জুথী খাতুনের শ্বশুর ফটিকুজ্জামান ও তার স্বামী মৃত ফিরোজ সরকারের যৌথ মালিকানায় একটি পুরাতন টাটা গাড়ি আছে। মৃত ফিরোজ সরকারের স্বাক্ষর জাল করে গত ৭ নভেম্বর বিক্রয়ের এফিডেভিট করে। পরে আদཧালতে মামলা করেন জুথী খাতুন।

বাদী জুথী খাতুন বলেন, “আমার স্বামী তিন বছর আগ🌊ে মারা গেছে। কীভাবে তারা স্বাক্ষর নিয়ে এমন কাজ করল। আমার প্রাপ্য আম🍌াকে না বুঝিয়ে দিয়ে জালিয়াতি করেছে। আমি ন্যায়বিচারের জন্য আদালতে মামলা করেছি।”

অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলক &n🔥bsp;মোবাইল ফোনে বলেন, “আমি বৈধভাবে গাড়ি ক্রয় করে🤡ছি।”

এ বিষয়ে মামলা হয়েছে কি না জানি না। স্বাক্ষর জ♈ালিয়াতি করার বিষয়েও কিছু জানা নেই’ বলে কল কেটে দেন। 

Link copied!