• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে গিয়ে অপহৃত ২ জেলে


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৮:৫০ পিএম
মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে গিয়ে অপহৃত ২ জেলে

অপহরণের তিন দিন পরꦉ ৪২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন সুন্দরবনে গিয়ে অপহরণের শিকার হও🍰য়া দুই জেলে। বুধবার (২০ নভেম্বর) তারা পরিবারের কাছে ফিরে আসেন।

জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জেলেরাꦡ হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।

ইয়াজুল ইসলাম ও ফয়সাল হোসেন জানান, গত ১৭ নভেম্বর রাতে বনদস্যুরা নিজেদের মনজু বাহিনীর সদস্য পরিচয়ে দুই স্থান থেকে দুইটি নৌকার ৭ জন জেলের মধ্য থেকে তাদের ২ জনকে উঠিয়ে নিয়ে তিন দিনের মধ্যে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। 
তাদের দাবিকৃত টাকা আমাদের প♉রিবার ও মহাজন পরিশোধ করলে বুধবার (২০ নভেম্বর) মুক্তি দেওয়া হয়।”

পরে সুন্দরবনের সুপদি নামক এলাকা থেকে অন্য একটি জেলে নৌকায় করে সুন্দ༺রবনের চালতেবাড়ি হয়ে বাগদিখালী দুনের খাল দিয়ে তারা লোকালয়ে ফিরে আসেন।

এদিকে, একই ব🅷নদস্যু দলের সদস্যরা তাদের মুক্ত করে দেওয়ার সময় আরও এক জেলেকে জিম্মি করেছে বলে জানান ফিরে আসা জেলেরা।

Link copied!