অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ গণপরিবহন মালিক-শ্রমিক পরিষদ𒁃। সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে আগামী ২৩ অক্টোবর থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্ম🍰িনা🤪লে এক সভায় গণপরিবহন মালিক-শ্রমিক পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
এ সময় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, টোল আদায় দ্রুত বন্ধ করা না হলে সুনা👍মগঞ্জসহ পুরো সি🔯লেট বিভাগজুড়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
পরিবহন নেতারা জানান, লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। যদিও সেতুꩲটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। এত বছর ধরে হাজার কোটি টাকার বেশি টোল আদায় করা হলেও এখনো পরিবহন শ্রমিকরা এই বোঝা থেকে মুক্তি পাচ্ছে না। প্রতি বছর টোল আদায়ের হারও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোꦰগ করেন তারা।
সভায় জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির এবং সাধারণ সম্পাদক নুরুল হ💞ক রাখেন। এছাড়া সিলেটের শ্রমিক নেতা রনজিত দত্ত, অশোক বিজয় দেব, সুনামগঞ♓্জ লেগুনা শ্রমিক সভাপতি মছন মিয়া, সিএনজি সমিতির নেতা সুন্দর আলী ও সাজিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ এবং মালিক সমিতির নেতা মুকুল মিয়া বক্তব্য রাখেন।
🍸এই ধর্মঘটের কারণে ২৩ অক্টোবর থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।