• ঢাকা
  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দানার প্রভাবে ইনানীতে ভেঙে পড়ল নৌবাহিনীর জেটি


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০১:৫২ পিএম
দানার প্রভাবে ইনানীতে ভেঙে পড়ল নৌবাহিনীর জেটি

ঘূর্ণিঝড় দানার প্রভাবে কক্সবাজারের উখিয়ার ইনানী স🦄ৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হ🌺োসেন। তিনি জানান, কি কারণে💛 এমন দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

স্থ💎ানীয়রা জানান, সাগরে সৃষ্ট ঘূꦿর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। বুধবার রাত ২-৩টার সময় ছিল পূর্ণ জোয়ার। এ সময় ঢেউয়ের প্রচন্ডতায় জেটির সঙ্গে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে গেছে।

জেটিঘাটের চা দোকানি আবদুল মাজেদ জಌানান, বার্জটি জেটির সঙ্গে বেঁধে রাখায় মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বড় বড় আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু এ সময় কেউ জেটিতে এবং বার্জে ছিল না। এমনকি রাত꧂ ২-৩টার দিকে জেটি ভেঙে যাওয়ার পরও সকাল ১০টা পর্যন্ত কোনো লোককে জেটির আশেপাশে দেখা  যায়নি।

জেটি সংলগ্ন তারকা হোটেল রয়েল টিউলিপের বৈদ্যুতিক শাখার একজন কর্মী জানান, গত🦂 কয়েক দিন ধরে ছোট আকারের তিনটি নৌযান জেটিতে কি জানি কাজ করছিল। এসব নৌযানগুলো সরিয়ে না রাখার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।

শেখ হাসিনা সরকারের সময় ২০২০ সালে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্🐻ঠানের জন্য বাংলাদেশ নৌবাহিনী ಌজেটিটি নির্মাণ করেছিল। এটি দীর্ঘ সৈকত দ্বিখণ্ডিত করে নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল।

এমনকি ২০২২ সালে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার নাগ๊রিক ফোরামের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি কর🃏েছিলেন জেটি অপসারণের জন্য। 

ফোরাম সভাপতি আনম হেলাল উদ্দিন জান🐻ান, আদালতের রুল জারির প⭕রেও জেটি অপসারণ করা হয়নি।

এদিকে গত বছর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ আসা যাওয়া করছিল ওই জেটি দিয়ে। ১ নভেম্বর থেকেও জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছ✨িল জাহাজ কোম্পানিগুলোর পক্ষ থেকে।

Link copied!