তীব্র তাপদাহে নাভিশ্বাস অতিষ্ঠ জনজীবন। কোনোভাবেই কমছেই না তাপমাত্রার পারদ। উল্টো দিন দিন বাড়ছে গরম। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় ইসতিসকার নাꦆমাজ আদায় করেছেন ফরিদপুরের সালথার ধর্মপ্রাণ মুসল্লিরা।
তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলাটির মডেল মসজিদ সংলগ্ন ফসলের মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ মুসল্লি অংশ নেনౠ।
নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি ও𝔉 বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এসময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহ🌠র দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করেন।
বিশেষ এই নামাজ ও ম♔োনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম।
মুফতি রবিউল ইসলাম বল♚েন, “খরা বা তাপদাহের অবস্থা থেকে ম✃ুক্তি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিস্কার নামাজ বলে। আমরা সেটা পড়েছি।”