‘লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে গরীব অসহায় ছিন্নমূল মান🅺ুষের জন্য মোটরগাড়িতে করে সারাদিন বিভিন্ন ছোট বড় হাট বাজার ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন যশোরের꧃ শার্শার মোটর মেকানিক মিজানুর রহমান।
দেশজুড়ে ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের কারণে জবুথবু ম𝄹ানুষ। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ উপায়ে শীতার্ত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মিজান।
মিজানের গাড়ি থেকে শীতবস্ত্র নিতে আসা আরিফুল ইসলাম, মিজানুর রহমান, সুফিয়া খাতুনসহ অনেকে মিজানের এমন ক🎐াজের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এখান থেকে বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশি।
মিজানুর রহমান বলেন, “শীতের শুরুতেই প্রতি বছর কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করি। এবার শীতের তীব্রতা আগের থেকে অনেক বেশি হওয়ায় অসহায় ও পথচারী মানুষের কথা চিন্তা করে এই অভিনব কায়দায় ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। ইতোমধ্যে অনেক সাড়া পেয়েছি। অনেকে এ༒খান থেকে কাপড় নিচ্ছেন। অনেকে আবার নিজের কাপড় দিয়ে যাচ্ছেন।”