চুয়াডাঙ্গার দর্শনায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে ꦯবিয়ে দিয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার꧙ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
বুধবার (৩ জুলাই) উপজেলার নেহালপুর গ্রামꦅের দরগাপাড়ায় এ ঘটনা 🍒ঘটে।
ওই যুবকের নাম সꦚেকেন্দার আলী। তিনি পেশায় ট্রাক্টরচালক। তাদের তিন সন্তান রয়ে♕ছে।
সেকেন্দার আলী বলেন, “আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার স্ত্রীর প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে পারি। সন্তানদের কথা ভেবে বার বার স্ত্রীকে ক্ষমা কর🦩েছি। বুধবার সন্ধ্যায় আমি স্ত্রীকে তার সঙ্গে কথা বলতেཧ শুনি। তাই তাকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়ি যাই। পরে গ্রামবাসীর সহায়তায় তাদের বিয়ে দিয়েছি।”
সেকেন্দার আলী আরও বলেন, “তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়♛েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।”
নেহালপুর গ্রামেরไ বাসিন্দা আল আমিন বলেন, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়🍒ে দেওয়ার ঘটনাটি এলাকায় সবার মুখে মুখে। বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরও আলোচনায় এসেছেন সেকেন্দার আলী।
স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক 🎀চেয়ারম্যান আলী হোসেন বলেন, “ঘটনাটি লোকমুখে শ🐼ুনেছি। তবে আমি ওই যুবককে চিনি না।”