• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শ্মশান থেকে উধাও নারীর মাথা, থানায় ছেলের অভিযোগ


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:৫৬ এএম
শ্মশান থেকে উধাও নারীর মাথা, থানায় ছেলের অভিযোগ

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর বাহিনীর মহাশ্মশান থেকে নারীর লাশের মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনা🦂য় তার ছেলে  থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে শ🌜্মশানের তত্ত্বাবধায়ক জানিয়েছেন। 

শ্মশানটির অবস্থান শেরপুর শহর𒉰ের করতোয়া নদীর তীরে উত্তরসাহা পাড়া মহল্লায়। পৌরসভা থেকে শ্মশানটি দেখভাল করা হয়।

মৃত ওই নারীর নাম গোলাপী সরকার (৫৩)। তিনি ছিলেন শহরের উত্তরসাহা প♐াড়া মহল্লার লক্ষ্মীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী। ১৭ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে ওই নারীর মৃত্যু হলে লাশ মহাশ্মশানে সৎকার করা হ🤪য়।

শ্মশা𓃲নের তত্ত্বাবধায়ক প্রমোদ সরকার জানান, বৃ💯হস্পতিবার দিনের বেলায়ও শ্মশানের কোনো সমাধিতে মাটি খোঁড়া ছিল না। 

তার দাবি, বৃহস্পতিবার রাতে দꦓুর্বৃত্তরা শ্মশানের ভেতরে প্রবেশ করে গোলাপী সরকারের সমাধিস্থল খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেছে। শুক্রবার সকাল ছয়টায় তিনি জানতে পেরে মৃত ওই নারীর পরি🔯বারের খবর দেন।

গোলাপী সরকারের স্বামী সুরেশ সরকার ও ছেলে রঞ্জিত সরকার জানান, খবর পেয়ে তিনি এসে দেখেন তার স্ত্রীর সমাধির মাটি খোঁড়া🗹। পরে সমাধিস্থলের গর্ত মাটি দিয়ে ভরাট করেন।

ঘটনা শোনার পর শ𒊎ুক্রবার স🌃কাল সাড়ে ৮টায় শ্মশানে গিয়েছিলেন শহরের রামচন্দ্রপাড়ার বাসিন্দা শ্যামল সরকার। 

তিনি বলেন, গ🐭োলাপী সরকারের সমাধিস্থলে গিয়ে দেখেন সমাধির মাটির স্তূপ সরানো। লাশের শরীর পড়ে আছে মাটির নিচে। লাশের মাথা নেই। ধারালো কিছু দিয়ে শরীর থেকে মাথার খুলি কেটে নেওয়া হয়েছে। সমাধিস্থলে একাধিক মানুষের পায়ের ছাপও দেখেছেন তিনি।

এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষ শুক্রবার ওই শ্মশানে ভিড় জমান। তারা স্বজনদের সমাধিস্থলের খোঁজখবর নেন। সমাধিস্𝄹থল থেকে নারীর মাথা কেটে নেওয়ার ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। 

তারা জানান, শেরপুর উত্তর বাহিনী মহাশ্মশানে শেরপুর উ♈পজেলাসহ পার্শ্ববর্তী নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোর♕ের সিংড়া উপজেলা অনেকের লাশ সৎকার করা হয়।  

উত্তর বাহিনী মহাশ্মশানের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেরপুরের সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস বলেন, এই শ্মশানের সমাধি🍰স্থল থেকে লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্❀মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এম🥀ন ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তা অনুসন্ধান করে বের করা হবে।

Link copied!