শে🌸রপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে মাহেরা আহমেদ বিথী (২৭) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হไয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্𒈔ধার করে।
মাহেরা আহমেদ বিথী জামালপুর পৌরসভার দেওয়ানপাড়ার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে এবং নান্দিনার জাহিদ আনোয়ার লিটনের (৩৫) স্ত্রী। তিনি জামালপুর শহরের এ𓃲কটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
নিহতের পরিবার জানায়, বিথী শুক্রবার (৪ আগস্ট) দুপুরে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে স্থানীয়দের কাছে স্বজনরা জানতে পারেন পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিয়েছেন তিনি। তবে, কি কারণে নদীতে ঝাঁপ দিয়েছেন তা বলতে পারেনি পরিবার ও🦹 স্বজনরা।
জামালপুর ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার রবিউল ইসলাম জানান, দুইদিনের চেষ্🍸টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপা🌠তাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়🐓নি।