পাবনার ঈশ্বরদী উপজেলায় তিন দিনব্যাপী ‘চরনিকেতন সাহিত্য উ🌠ৎসব’ শুরু হয়েছে।
শুক্রবা🌞র (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি গ্রামে এ উৎসব শুরু হয়🧔।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক ও উৎসব কমিটির আহ্বায়ক কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন𓂃 বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে মু💙হাম্মদ নূরুল হুদা বলেন, “গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে সাহিত্য উৎসব আমাকে বেশ মুগ্ধ করেছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে এখান থেকে কবিগণ উৎসাহ পাবেন। দেশে কবি-সাহিত্যিকদের সৃষ্টি হবে। কবিদের মধ্যে সাহিত্য নিয়ে নতুন ভাবনা শুরু হবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উꦕপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান কবিꦏ শ্যামসুন্দর সিকদার।
এ ছাড়া শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, নীলাঞ্জন শাল্ডিল্য, অধীর কৃষ্ণমণ্ডল, দেবাঞ্জন চক্রবর্তী, চিত্রা লাহিড়ি, দীপক লাহিড়ি, সৈয়দ কওসর জামাল, ওসাকার পরিচালক সংগীতশিল্পী মাজহার ব🧜িশ্বাস, আসলাম সানি, ফরিদ আহমেদ দুলাল, মাহমুদ কামাল, জাকির তালুকদার, পারভেজ হোসেন, ড. ♏কবি কুদরত-ই হুদা, ড. জি এম মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কলকাতাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণ ও প্রাণবন্ত আড্ডায় এক উ⛦ৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসবে নানা অনুষ্ঠানের পাশাপাশি কবিতা পাঠ, বিষয়ভিত্তিক সেমিনারসহ নানা ধরণের ব্যতিক্রমী আয়োজন রয়েছে। দেশ-বিদেশের কবি-লেখক আলোচক সংগীতশিল্পীরা নানা আয়োজনে অংশগ্রহণ করবেন। সমাপনী দিনে অতিথিদের 🐓জন্য সম্মাননা পুরস্কারের আয়োজন করা হয়েছে। এছাড়া সম্মেলনকে ঘিরে কবি ও সাহিত্যিকদের বইসহ বিভিন্ন প্রদর্শনীর জন্য স্টল বসেছে।&nb൩sp;