এক সময়ের খরশ্রোতা ঠাকুরানী খাল এখন দখল-দূষণ এবং ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মানুষের মলমূত্র মেশানো কালো কুচকুচে খালের পানি। গন্ধে নাকে জ্বালা ধরে যাওয়ার মতো। বিষাক্ত পোকামাকড়ে কিলবিল করা সেই পানিতে হঠাৎই নেমে পড়লেন পৌর মেয়র আ. রহমান। নিজ হাতে পরিষ্কার &nb🥂sp;শুরু করেন খালের বর্জ্য।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেয়রের এমন কাণ্ড দেখে নেমে পড়🌱েন অধিনস্থরাও। এসময় উৎসুক মানুষের জটলার সৃষ্টি হয়।
এ বিষয়ে আ. রহমান জানান, জলাবদ্ধতার কবল থেকে মুক্ত রাখার 💯জন্য নগরের ওপর দিয়ে প্রবাহিত সব খাল, নালা ও নর্দমা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে এখন ঠাকুরানী খাল ও মধুর খালে অভিযান চালানো হচ্ছে। ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্🔯যক্রমের পাশাপাশি উচ্ছেদ অভিযানও চলবে।
এসম❀য় খালের বিভিন্ন স্থানে অবৈধ দখলকৃত স্থাপনা স্বেচ্ছায় দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানান মেয়র।