• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৬:৩৪ এএম
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে পাঁচটি নবজাতকের জন্ম দেন তিনি। পাঁচ নবজাতক ও মা সবাই সুস্থ🏅 আছেন।

মেরিনা নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর এলাকার আব্দুল ম๊জিদের😼 স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দু💮পুর ১২টায় মেরিনাকে প্রসবব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক🎶 হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। সেখানে একে একে অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচটি ছেলে সন্তান জন্ম দেন মেরিনা।

পারিবারি♎ক সূত্রে জানা গেছে, মেরিনার স্বামী আব্দুল মজিদ তিনি মালয়েশিয়া প্রবাসী। এর আগেও মেরিনা দুটি কন্যা সন্তা﷽ন জন্ম দিয়েছেন। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান।

মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান, গর্ভে দুটি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যা হয় প♛্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনও সমস্যা হয়নি প্রসূতির মেরিনার। পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন।

এদিকে, মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন নবজাতকদের দেখার জন্য।&nꦚ✱bsp;

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, নবজাতকরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদেরসহ মা মেরিনাকে পর্যবেক্ষণে র꧑াখা হয়েছে।

Link copied!