নওগাঁর সাপাহার উপজেলার ৩ নম্বর তিলনা ইউনিয়ন প🥀রিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নৌকা প্রতীকে ৬ হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার সরদার বিদ্যুত আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩১৮ ভোট।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অন꧟ুষ্ঠিত হয়♕।
তিলনা ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোটগ্রহণ করা হয়। এই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩০২জন। এর মধ্যে নারী ভোটার𓂃 সংখ্যা ৯৭০৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৯৫৯♛৪ জন।
উপজেলা নির্বাচন অফি𝕴সের দেওয়া তথ্য মতে ইউনিয়নে গড়ে ৬১ শতাংশ ভোট কাস্ট𝕴 হয়েছে।
চলতি বছরের গত ��৪ এপ্রিল তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীনের মৃত্যুর পর সরকারি তফসিল অনুযায়ী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন ঠিক 🐲করা হয়।