জরিমানার ১০০টাকা পরিশোধ না করায় 🎃আকাব্বর (৩৮) নামে𝕴র এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন🍰 আহমেদ তাকে গ্রেপ্তার করেন।
আকাব্বর শেরপুরের নকলার গণপদ্দীꦏ ইউনিয়নের আদমপুর এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জুয়া আইনের ৪ ধারায় আকাব্বরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ২০২১ সালে জুয়া খেলার অপরাধে আদালত ১০০ টাকা জরিমানার শর্তে জামিন মুঞ্জুর করেন। পরে আকাব্বর আলী জরিমানার সেই টাকা পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা🃏 জারি💦 করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আকাব্বরকে🎃 রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।