• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খালে নামলেই কুমিরের আক্রমণের শিকার হচ্ছেন স্থানীয়রা


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৭:২১ পিএম
খালে নামলেই কুমিরের আক্রমণের শিকার হচ্ছেন স্থানীয়রা

লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসিয়ার চ𒊎রে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। কুমিরটির ওজন প্রায় ৫ মনের কাছাকাছি।

বুধবার (২ সেপ্෴টেম্বর) রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির হাঁসমুরগির খোড়ায়ে হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলেন। পরে কুমিরটি দক্ষিণ চরবংশীর চা🍸ন্দারখাল মাছঘাটে নিয়ে আসেন তারা। পরে ফায়ার সার্ভিসের লোকজন সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, খাসিয়ার চ💮রের একটি বাড়ির হাঁস-মুরগির খামারের নিচ থেকে কুমিরটি ধরা হয়। বুধবার সকালে স্থানীয়রা কুমিরটি দেখতে পান। সেটি বাড়ির পাশের একটি পুকুরে ছিল। রা꧟তে হাঁসমুরগি খেতে ওপরে উঠে এলে কুমিরটি সেখান থেকে ধরা হয়। এখানে আরও চার-পাঁচটি কুমির রয়েছে। ইতোমধ্যে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন বাবলু ও আবু নামের দুজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাꦍর আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজন কুমিরটি উদ্ধার করেন। উপজেলা প্রশাসনের নির্দেশে🌞 কুমিরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুর বন বিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, “কুমিরটি আমাদের হেফাজতে নিয়েছি। সেটিকে জেলা অফিসে পাঠানো হবে। ঊর༺্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্ত💟ী ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!